এন্ড্রয়েড ফোনের জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং অ্যাপ হচ্ছে শেয়ারইট (share it) আপনি একজন অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারী হয়ে থাকলে আশাকরি শেয়ারইট অ্যাপস টি চিনতে কষ্ট হবে না।
বিশেষ করে বাংলাদেশ এন্ড্রয়েড ফোন ব্যবহারের শুরুর দিক থেকেই শেয়ারইট নামক এই ফাইল শেয়ারিং অ্যাপস টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
তবে সম্প্রীতি চীন সহ কয়েকটি দেশ এই অ্যাপসটি ব্যবহার এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর অন্যতম কারণ হচ্ছে এটি ব্যবহারকারীর নিরাপত্তা লংঘন করে এবং ডাটা চুরি করে বলে দাবি অনেকেরই।
তবে আসলেই ডাটা চুরি করে কিনা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব প্রথমে আপনার এটা জেনে নেওয়া প্রয়োজন যে অ্যাপসটি কিভাবে কাজ করে বা চাইলে ডাটা চুরি করতে পারে কিনা।
প্রথমত আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অ্যাপসটি যখন প্রথমে ইন্সটল করেছেন আপনি তখন অবশ্যই ফাইল শেয়ারিং করার সময় কিছু পারমিশন চালু হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল কন্টাক্ট অ্যাক্সেস করার পারমিশন ফোন কল এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পারমিশন। এছাড়াও ফোনের মিডিয়া অডিও ভিডিও ফাইল অ্যাক্সেস করার পারমিশন এবং ফোনের জিপিএস বা লোকেশন পারমিশন।
শেয়ারইট অ্যাপস টি ব্যবহার করতে হলে এই পারমিশন গুলো আপনাকে দিতেই হবে। এই পারমিশন গুলো না দিলে আপনি শেয়ারইট অ্যাপস টি ব্যবহার করতে পারবেন না তাই বাধ্য হয়ে ব্যবহার করতে হবে অবশ্যই পারমিশন দিতে হবে।
তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই পারমিশন গুলো আপনি যদি অ্যাপস থেকে দিয়ে দেন তাহলে এই অ্যাপসটি আপনার ফোনের সকল কিছুর access নিতে পারে। চাইলে আপনার স্টোরেজে থাকা ফটো ভিডিও অডিও সহ সকল ধরনের মিডিয়া ফাইল গুলোকে ট্রানস্ফার করতে পারে এবং চুরি করতে পারে।
এছাড়াও আপনার ফোনের লোকেশন আপনার কল হিস্টরি আপনার ফোনবুকে থাকা নাম্বার এবং আপনার মেসেজ সহ যাবতীয় প্রায় সকল কিছুরই এক্সেস নেওয়ার পারমিশন অ্যাপস টি কে আপনি দিয়েছেন তাই এগুলো অ্যাক্সেস করতে কোন অসুবিধা হয় না।
এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর সমস্যাটি হচ্ছে শেয়ারইট অ্যাপস টি তে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন সেট করা ইউজারদের কাছে বিরক্তিকর। তাছাড়াও ব্যবহারকারী যখন ইন্টারনেট ব্যবহার করে তখন ব্যাকগ্রাউন্ডে শেয়ারইট এর বিভিন্ন ধরনের ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে থাকে যা ব্যবহারকারী বুঝতেই পারেনা।
এতে ব্যবহারকারীর ইন্টারনেটের অযথা অপচয় হয় এবং ব্যবহারকারী চাইলেও এই অটো ডাউনলোডিং সিস্টেম টি বন্ধ করতে পারেনা। এটা একদমই বিরক্তিকর একটি ফিচার যা ব্যবহারকারীদের কাছে অপছন্দনীয়।
এতক্ষণ ধরে আপনার মনে হয়তো এই প্রশ্নটা রয়ে গেছে যে এটি আমাদের ফোনের জন্য নিরাপদ নয় এবং এটি সত্যি সত্যি ডাটা চুরি করে কিনা। আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দেয়ার জন্য আমি উপরে এ ব্যাপারে আলোচনা করেছি যে চাইলে আপনার সবকিছুই চুরি করতে পারে। তবে চুরি করে কিনা এটা সম্পূর্ণ নিশ্চিত ভাবে বলা যায় না কিন্তু এটা নিয়ে অনেক ধরনের অভিযোগ উঠেছে শেয়ারইট এর উপরে যে এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে।
আরো পড়ুন… ট্রু কলার অ্যাপ ব্যবহারের পূর্বে আপনার যে তথ্যগুলো জানা উচিত
তবে আপনি এখন শেয়ারইট এর বিকল্প হিসেবে কি ব্যবহার করবেন এটা নিয়ে চিন্তিত আছেন হয়তো তবে শেয়ারইট এর বিকল্প অনেক অ্যাপস রয়েছে কিন্তু সেগুলো যদি কিছুদিন পর ডাটা চুরি করে বা আদৌ বর্তমানে ডাটা চুরি করে কিনা তা নিশ্চিত ভাবে বলা যায় না তবে চাইলে অবশ্যই সকল তথ্য চুরি করতে পারে তা উপরে উল্লেখ করেছি।
এখন আপনি রিক্স নিয়ে এই ধরনের third-party অ্যাপস গুলো ব্যবহার করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে নিরাপদ কি কোন অ্যাপস নেই যেটা আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ অবশ্যই আছে সেটা হচ্ছে গুগোল, আপনি ঠিকই শুনছেন গুগোল একটি বিশ্বস্ত কোম্পানি গুগলের 'ফাইল' নামক একটি app দিয়ে আপনি ফাইল শেয়ারিং করতে পারেন।
যদিও অনলাইনের কোন কিছুই সম্পূর্ণ নিরাপদ নয় একথা আপনি অবশ্যই জানেন তবে আপনি নিজে সতর্ক থাকলে আপনার ব্যক্তিগত সকল তথ্য নিরাপদে রাখতে পারেন।