আইফোন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আবার নতুন আলোচনা

পকেটে   হয়েছিল আইফোন এক্স এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। আর এটি ঘটেছিল অস্ট্রেলিয়ার। এই  ের ফলে গ্রাহকের শরীরে বেশ কিছু ক্ষত তৈরি হয়েছিল। 

আইফোন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আবার নতুন আলোচনা

এর পরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই গ্রাহক। গ্রাহকের দাবি এই যে অ্যাপলকে এই বিষয়ে বারবার জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ নেননি। আর এই ব্যক্তি  ের ফলে শরীরের ক্ষতর জন্য কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি দাবি করেছিলেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় আদালতে অ্যাপলের     করা হয়েছিল। আর  ের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অ্যাপেল কোম্পানি।

আমরা জানি যে ২০১৯ সালে মেলবোর্নের বিজ্ঞানী রবার্ট ডি রোসের পকেটে এই আইফোন এক্স   হয়েছিল। আর তিনি জানিয়েছিলেন যে,  ের সময় ফোনটির বয়স ছিল প্রায় ১ বছরের মত।

এই ঘটনার কথা মনে করে তিনি আরো বলেন যে, ‘আমি প্রথমে একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম। তার পরে আমার ডান পায়ে অসহ্য যন্ত্রনা শুরু হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে এবং বুঝতে পারি যে আমার ফোনটি বিস্ফোরিত হয়েছে। আমি প্রথমদিকে একটু ভয় পেয়ে ছিলাম।


আপনারা জানলে আশ্চর্য হবেন যে,পকেটে আইফোন  ের ফলে তার শরীরে সেকেন্ড ডিগ্রি বার্ন হয়েছে। ‘আর এই ঘটনার পরেই চারপাশটা ছাইতে ভরে গিয়েছিল এবং সেটা দেখে আমি রীতিমত অবাক হয়েছিলাম। আর আমার ত্বক কালো হয়ে গিয়েছিল এমনটাই তিনি বলছিলেন।

এর পরে তিনি আরো জানান যে অ্যাপেলের সঙ্গে যোগাযোগ করেন রবার্ট ডি রোজ। যদিও রবার্টের দাবি কোম্পানির তরফ থেকে কোন উত্তর নাকি তিনি পাননি এ বিষয়ে।

আর এর পরেই কোম্পানি   আইন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন এই ব্যক্তি। আর এরই মধ্যে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দাবি করেছেন। এছাড়াও একই সঙ্গে অন্য আইফোন গ্রাহকদেরও সতর্ক করেছেন এই কথাগুলো জানিয়ে।


অ্যাপেল হল বিশ্বের নামিদামি ব্র্যান্ডের নাম।যারা ইতিমধ্যে মোবাইল কম্পিউটার ছাড়াও বিভিন্ন রকম পণ্য তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এদের পণ্য যেমন মানসম্পন্ন তেমনি আবার বিলাসবহুল ধনিক শ্রেণীর লোকদের জন্য।

আমরা একথা প্রায় সবাই জানি যে আপেল কোম্পানির সব পণ্যের দাম একটু বেশি হয়ে থাকে। সেই তুলনায় অন্যান্য কোম্পানি প্রোডাক্ট এর দাম অনেক কম।আপেল হলো নামিদামি একটি কোম্পানি তাই এই কোম্পানির পণ্য মানুষ প্রয়োজন ছাড়া শখের জন্য ব্যবহার করে থাকে।

তবে এই শখ পূরণ করা সবার সাধ্যের ভিতরে নয়।তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের জীবন যাত্রার মান অনেকখানি উন্নতি ঘটেছে।আর এরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে দেশে-বিদেশে নানা ব্র্যান্ডের।যেখানে কিছু সমস্যা থাকে সেখানে কিছু সমাধান ও থাকবে এটাই স্বাভাবিক।

আরো পড়ুন… সুপার ব্যাটারি তৈরি করা হবে এখন কাঁঠাল থেকে

আপেলের আইফোন এস এর   এটি কারো কাছেই আশাব্যঞ্জক একটি বিষয় ছিল না।কিন্তু তাও এই নামিদামি ব্র্যান্ডের ফোনটি এক ব্যক্তির পকেটএ বিস্ফোরিত হয়।যার ফলে আপেল কোম্পানির   ওই ব্যক্তি  ও করেছিলেন।

পকেটএ ফোন বাষ্প হওয়ার কারণে ব্যক্তির কিছু জায়গায় ক্ষত হয়ে গিয়েছিল।একম নামিদামি একটা ব্র্যান্ডের পণ্য এরকমটি হবে এটা কেউই আশা করি।তথ্য প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি নতুন নতুন প্রোডাক্ট উন্নতি ঘটুক এমনটাই আমরা আশা করি।


আর মানুষের জীবনে ইলেকট্রনিক যন্ত্র যেন কেবল উপকারী বয়ানে এমনটি আমরা আশা করি। এটা যেন কারো আসক্তি বা ক্ষতির কারণ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত।

Previous Post Next Post